আগাছাজন্মের ভয়,
লেপ্টে থাকে শাকের বাঁধুনিতে।

বাউলানীর ভয়,
ভুল গেয়ে ফেলে চর্য্যাপদের অন্তরা।

বাউলানিতেই ভয়।
খঞ্জনি অভিমান ধুয়ে জলে ফের কখন
      গাইতে থাকে প্রেমের দোঁহার।

রাশি নয়, রশিতেই ভয়।
আচমকাই একদিন  যাতায়াতপথের আঁধারে
      সাপ ভেবে পিলে চমকে যাওয়া।

প্রকৃত ভয় থাকে ভয়াবহ শীতরাতে,
ফুটপাথের না-বাসিন্দাদের কেউ কেউ দেখে ফেলে
        সাক্ষাৎ যমদূত শিয়রে!