জানলা ঠেলতেই উড়ে আসছে ধূলোভর্তি বসন্তবাতাস
ঝাপসায় ভরিয়ে দিচ্ছে দু’চোখ
যে চোখে ঘর-সংসার ,পাঁচিল-আসবাব-
মুদিদোকান-পাঁচমিশালি পণ্যের ফর্দ স ব
এরপর  মনকেমনও দেয়
আঁজলা ভরে নুনের ছিটে!


আর আছে কোকিলডাকের কুহু
শোনাবে,শুনবে হাজারবার
দূর্বলতা চোখ রাঙায় ভেতরমন থেকে


হতচ্ছাড়া ফাল্গুন কেন যে এমন!