কাঁচের বোতলে গোল হয়ে শেকড় পেঁচিয়ে যাচ্ছে  মানিপ্ল্যান্টের  
দু'মুখো সাপের মত,


বিষন্ন সাদাকালো দোতলাবাড়িটি,ততোধিক বিষন্ন স্পাইরাল সিঁড়ির ধাপ।


একদিন এই বিষন্নতাও ছেড়ে চলে যাবে  
যুদ্ধ পরবর্তী কোনো বিধ্বস্ত গ্রামে,
দগ্ধ শিশুর বুকের ক্ষতে,


সর্বহারার বাস্তুভিটেয়  কেউটে হাঁচে


ব্যর্থতা লুকাবে কি করে লাল কার্পেট ? ধুলোর গভীরে
পেরিয়ে আসা দুঃখগুলো লুকাবে কি?


চোখের সামনে চোখ,অস্বচ্ছ মায়োপিক
মৃত্যু ছোবল মারছে নীল পলিথিন ব্যাগে প্রতিদিন।