মাতাল যজ্ঞের আগুন
দেখতে দেখতে নিভন্ত হলাম আমি
ছাইয়ের তিলক নিয়ে কপাল দেখায়
পোড়া কাঠের মতন
ভাবতে ভাবতে খাঁচার মন
সে কি পায় না,পায় জলের খোঁজ চৈত্র বৃষ্টিতে?
আহাম্মকদের জাগিয়ে রাখে আকাশ
কালো তিলের ওপর মেঘ বসিয়ে
সূর্যগরাদে মাথা রেখে ঝুনঝুন বাজে ব্যথা
আসবে আসবে করে জলের ছিটে,  
এ শহরে বৃষ্টি তবে ওই অব্দি


এই জন্ম খরার দহে শুধু কি আমার,
পরিবেশের শত্তুর যারা...ওদের নয়?