১)
চাঁদ হল প্রথম কবিতা ধরার আমূল ফাঁদ!


২)
কেউ না
মা'  
ডাকলে মা-ই আসেন
ভেজা ভেজা চোখ উৎকণ্ঠার,
              ... এত রাতে?
ভেতর ভেতর লন্ঠন জ্বেলে দিয়ে যান, ঘরবাড়ি উঠোন সব
             দৃশ্য হয় এক নিমেষে!


পৃথিবীর আর যমজ গ্রহ নেই আমাদের,
মা ছাড়া  দ্বিতীয় আর ঠিকানা  নেই আমাদের


৩)
সন্ধের   আমি
দিনের বিষন্ন আমি’টাকে খুঁজে বেড়ায়
উল্টোদিকের আয়নায়   পেয়ে যাই নিজের মত
               হু ব হু পুতুল!
নিজের দূর্বলতা যে জানে, সে যথেষ্ঠ বলশালী
ক্রমাগত নিজেকে এই খুঁ ড়ে চ লা
           বাঁচতে শেখায় গণতান্ত্রিক দেশে।


৪)
কেঁদো না' মানেই  
দলছুট স্রোতের বিপরীতে ধেয়ে আসা অবারিত বন্যালিপি।