আর এটাই সত্য যে
ছান্দসিক  বোঝে না এক ছন্দ ছন্দহীনতার মধ্যেও!


সরল আঁকাজোকায়  
নিরীহ সমকোণে ভাদ্রের বারান্দা আমার,
ইথারে ভাসে চাবির কান্না-
বন্ধঘরের তালা খোলার চেষ্টা করে কেউ,
ব্যথার পুতুল গোপন তোরঙ্গ থেকে পেড়ে আনে সে,
পোড়ামাটির বাঁশিটাও ...


আমি তো ঠিক তৈরী হয়নি,
নিরীহ দিলখুশ প্রবণতা
আমার সমস্ত হিজিবিজিতে
এক বাউন্ডুলের রূপরেখা।


-----------------------------------