১)হাতিয়ার


চোখের ভিতরেও বড় ভিড়, অ্যালবাম হয়ে সেঁটে আছে বহু মুখ,
অপর মুখেরা
অশেষ মৌন মিছিল, ঘনিষ্ঠ সম্পর্কযুক্তদের স্বার্থপর ছায়া সরাতেই আস্তিন থেকে
বের হয়ে আসছে এক একটা গোপন হাতিয়ার...


২) স্বগতোক্তি


স্বগতোক্তি নিজের ভেতরই শোনায় ভালো
অগভীর সাক্ষী রেখে কথার ব্যাপ্তি,অপর কেউ না বুঝলেও
গলুইভর্তি সুখ তো তারই।


৩)অপরাধী


চিকচিক করে সাদা বালি,চোখের জল,গভীর শুঁয়োপোকা
মাছরাঙা
সবাই অপরাধ গোপন করেই চলেছে...


৪)ফাঁদ


মৌনতাও ভেলকিবাজি  
তার না-বলা কথার ফেরোমন ফাঁদে পা দিয়ে
অস্থির মরে যাচ্ছি রোজ।