প্রতিটি দিন যদি একইরকম হত ,
নিক্তির সাম্যে মাপা
আজ ঝড়জল তো কাল খরা
দগ্ধদিনের শেষে
বাতাসে জানলা খোলে মনপোড়ারা
সঞ্চয় ফুরিয়ে আসে
এমনকি পাশের বাড়ির কলরবও ...
দু-চারপাক খেয়ে ফের পাক খেয়েই
হারিয়ে যাওয়া শূন্যে
জাগতিক ঈগল ও ঈশ্বরভাবনা।