দেরাজবন্দী হওয়ার পরে একান্নবর্তী ছবিটি খোঁজা ও দেখা বৃদ্ধনেশার মত হয়ে যায়।

স্বপ্নপূরণ নাই বা হল,  এক ছাদের তলায় বেঁচে থাকার গল্পই সব।
৩                    
ভোরের কাছাকাছি এসে পালটে যায় চাদর,সাদা-রঙে গোলাপী ঘুমের আভা              

পরিযায়ীকে ঘরের কোণ দেখাতে নেই। প্রতিবেশিকে ভাঙা বেড়া...  

ভাঙা ফুলদানি দেখলে  বুকের ভিতর চিনচিন করে ফুলের আশ্রয় হারানোর ব্যথা

শুভসন্ধ্যা না বললে চাঁদ থালার মত ফুটে উঠে না                                                                                        

ছেঁড়া সব সেলাইয়ের যোগ্য হয় না,যেমন বুকপকেট,পাজামা ...


--------------------------