প্রতিবারই বসন্তে ক্ষয়ে যায়
একা থাকার শপথবাক্য
ভাবি শীতঘুমের খোলসে রেখে দেব সব


তামাটে কলস ছুঁয়ে জলজ প্রতিজ্ঞারা...


রেসিয়াল মার্কারে গোপনে
দাগিয়ে
মৃদু ও মন্দ্র উচ্চারণেই রেখে দেব সব।



বলি বৈচিকুসুমেও কি কম ছল?
এত জন্নত কেন দু’পাশের অশ্রুদাগে!
বাউলিয়া শ্বাস যেন  নাভি পোড়ায় বসন্তে এসেই


জানার বাইরে থেকে যাওয়া ভালো কিছু অজানা...


রেশমি গিঁট-বাঁধা শীতঘুম নামের আঁচলে
শত রহস্যের খুনী মঞ্জুষা


ফেলে গেছে তাই কেউ!