যাত্রাপথ আমাদের
বুঝি বিরজা বসন্তকালের মত...
যে পথে হরিণা আসে,সে পথে
শীত যায়, বসন্ত আসে...ঘুরে ফিরে সেই আনন্দদোলার
পথিক আমরাই



সবটাই আহত-
কন্ঠনালীর সুড়ঙ্গ অথবা শ্বাসনালী,
বিবরে সংযোজিত ব্যথা টেনে আনে অগ্ন্যুৎপাত
তোমাকে বলা হয়নি আজও ব্যারেল-ভর্তি আবেগ আমার ভেতরে
কতটা বারুদঠাসা...


(সিনকোয়াইন লেখার সামান্য প্রয়াস)


.....................