অতএব
ফুলস্টপে না-বলা শব্দটিই  অর্ধেক জীবন।


অধিবৃত্ত আঁকছে যারা ,
বৃত্তকে এক বিন্দুতে মেলাতে না পেরে।


মুঠোয় ভাগ্যরেখা , তবু ভাগ্যকে কি করে ফেরাতে হয় জানি না।
বিড়ালের ভাগ্যে শিঁকে ছেঁড়া উঠে গেছে কবেই।
যতিচিহ্নের ভুলে এলোমেলো হেঁটে যাই কত
বান্ধবহীন নির্জনতায়...


নীল ধনেখালি নদীর সীমানা।


জানি না কোনো ভুল পথে আজও  চলে যাব কি না।