চোখ ও যন্ত্রনার মাঝ ছুঁয়ে আছে
নাতিশীতোষ্ণ জল


ব্লেডের ধার ছুঁয়ে থাকে
প্রাচীন রক্তের ধারা... এভাবেই


শুয়ে আছে,ছুঁয়ে দেখছে মাটি সরস আছে তো?-
পাড় ভাঙ্গার আগে নদীর কৌশল


একটু শ্বাশ্বত ছোঁয়া..
নীরবতায়
কাজল ও রেখায় দেয়ালা সারে
খেয়ালী মন