পাপী যে- প্রার্থনায় ঈশ্বর গলিয়ে
পাপ করে যায় দ্বিগুণ,চতুর্গুণ গুণিতক হারে ...



পলেস্তারা না খসলে যাপন সুন্দর,
কোজাগরী আলো দখল নেয় দেয়ালের।



শব্দের বন্ধনে গাঢ়  উল্কি চেপে বসে ত্বকে,
রক্ত চন্‌মনে,মুখে বিজ্ঞাপিত সুখের আদল।



পুরনো বহু ব্যবহৃত  মুখোশ ধূসর, ন্যাতানো,
প্রাণ ও অধিকারবোধহীন  খোলস যেমন..

ডুবুরি গায়ে পাঁক না মাখলে তাকেও পাগল ভাবে
নদী ও পাঁকাল  মাছ।