থমকে থাকে সারাটা দিন,
শব্দহীন হাসি ছেলেখেলা করে আধমরা প্রত্যুত্তরে। সহজ ল্যাবিরিন্থ প্রতিটি
সঙ্গীহীন জানলায়....


দুরত্বে থেকে আরো রসালো  হয়ে ওঠে জীবনের প্রেম ও অনুসন্ধিৎসা
সন্দেহ নয়
অকুতোভয়
শরীর ও মনে  মহামারীর উল্কি নিয়ে
ফের সমবায়...রচিত হয়
আষাঢ়ে  গল্পে