এই শীতে
যতগুলো কাঠ্কয়লা পুড়েছে
তার ছাইগাদায় রয়ে যাবে কত শত আঙুলের ছোঁয়া!
তৃণ অব্দি ধূলাচ্ছন্ন
কোনো এক বারান্দায় শিশুর উলের খেলনায় বসে
বিলি কাটা রোদও প্রজাপতি!
জীবন যেন দীর্ঘ সুপ্তি ভেঙে
জাগরণের অবস্থায় এসেছে আজ ,
দেহের ভিতর বিদেহী এক বাউল ডাকে
মাধুকরী না দিলে থেকেই যাবে তার পরিচয় অজ্ঞাত।
.........