মহাকালের আবেগ অঘ্রানী জল হয়ে নেমে বসে মাটির বুকে...
বীজপত্রে, প্রখর শিলায়।
অতঃপর
আলভেজা বাতাসের শনশন, আমাদের দৈনন্দিন  অপূর্ণতারা
থেকে যায় পর্ণমোচী শব্দে
অবক্ষয়ী পৃথিবীর ধুলোর আলপাটে, জলঘাস-স্রোতে
অক্লান্ত থেকে যায়
নিজেই  নিজেতে নিজের ...নিষেকে


........................