রেহেলে উড়ে ধর্মগ্রন্থের পাতা
ময়দানে ভুর্জপত্র...


তাচ্ছিল্যের ছেঁড়া ছেঁড়া ফুল
পালকের মত উড়ছে...
তারা যেন ব্যথার চরাচরে
একটুখানি সরেসগান।


সব সাঁকো একদিন নদীতে মিশে যায়
সব পাতাই নৌকো যেন সব


আমার ভেতর যে অন্ধ জাতিস্মর
বিহু নাচের ফুল ছড়িয়ে
শুয়ে থাকে  উপুড়
আঙিনায়
মুক্ত কারিগর সেও


...