যেভাবে মুদ্রার দুই পিঠ একইসময় একযোগে দেখা যায় না।
দুঃখ সুখ তেমনি কখনও একভাবে আসে না।
অস্তিত্ব বোঝাতে মাদুর-গোটানো মেঝে,
তোবড়ানো কলস-বাটি
টিনের কৌটোয়
মুঠো চালের সঞ্চয়,


তাকেই খুঁজি আজও
তিন তুড়ি বাজানো মুশকিল আসান
এক ফুঁ’য়ে  উড়ে যেত যত আপদ-বিড়ম্বনা।