হালকা দু’ এক টানেই
সুতো ছিঁড়ে এখন সম্পর্কের মত
ঠিকমত কাটা না হলে দুয়েতেই আঁশ আঁশমত
থেকে যায়


রোমবিক্রিয়ার অনুঘটক হয়ে …

অতএব অনুঘটক হয়েই থেকে যাবে বৃষ্টি না-নামানো মেঘগুলো,
মৃতপ্রায় শ্রাবণ
অন্য আগুনে ছাপ ঝলসাচ্ছে


কি ভীষণ  বহ্ন্যুৎসব লেগেই আছে প্রকৃতিতে!


ভালো ঠেকছে না মোটেও