*হামারি দুখের নাহি ওর''...


জড়তা কাটে না নতুন বেড়ালের মত,
শরীর গুটিয়ে থাকে ভাতঘুমের নরম বিছানায়
বিকেলের শেষ ঘন্টায় সবাই সঙ্গীহীন
কেউ বলে না এসে হাত ধরে-
''যাবি কোথাও?
এই ব্যস্ত কোলিযারি
অসংলগ্ন ঘরবাড়ি ছেড়ে
গহীন খনির অন্য  খোঁজে ...



(*বিদ্যাপতির রচিত পদের অংশবিশেষ}