আখদন্ডে নাচছে নতুন বসুধা
এ যেন এক অন্য পৌষ ঋতু
শস্যমুগ্ধ  ব্রহ্মপুত্র কূলে
ঢেঁকি ও চালের মিহি ছন্দ,পিঠে-পার্বণের মিঠে রূপকথা
শহরের নাভিকুন্ডে আগুন জ্বালিয়ে
নাগরিক জীবনের অন্ধকার সরাতে ব্যস্ত আলোলিকারা

বিনম্র সুর বাজে…
হিমেল শর্বরী আগুন বুকে,সৌম্য নীরবতায়


যা যা লাগে জীবদ্দশায়,তার সবই ছড়িয়ে আছে
পৃথিবীর আনাচে কানাচে,শস্যসম্পদে


বাতাস জড় তাই গন্ধ-স্পর্শ মিলিয়ে যাওয়া নেই
আগুন জ্বালাতেই বরফ-ঢাকা নিয়ন চারপাশ থেকে হুল
ফোটায়,অতটা তীক্ষ্ণও নয়।