হলুদ অঙ্কুরোদ্গমের গায়ে  নৈশগাছের ছায়াদের কিঞ্চিৎ


স্বপ্নে আছি কি নেই জানা নেই
তবে অনেকটা জুড়ে আছি অন্য কারো দুঃস্বপ্নে


অস্তিত্ব ভুলে আছি স্বগৌরবে…
দুঃসাহস ও নিয়ন্ত্রণ  আমার ,বহিরঙ্গে কার জানি না


যাবতীয় উপাত্ত সমেত শরীর-মন যতবার আপন হয়েছে
ততবারই ছিনিয়ে নিয়েছে অন্য কেউ


এই নিঃস্ব আঙুল ছুঁয়ে দেখে নি
কন্ঠার কাছে জমে ওঠা বাদামী আক্রোশ


শুধু নিজেকে লুকিয়ে রেখেছি হাসির ভেতর


যা পেয়েছি সবটাই নিজের অভাব বিক্রি করে
লভ্যাংশ তুলেছে অন্য কেউ  


...........................