জেগে থাকলে তোমাকে আগলে রাখি বুক জুড়ে
পাঁজরের খাঁজে খাঁজে
ভয়ার্ত সম্বর হরিণের মত
ভালোবাসা থাকে দাঁড়িয়ে নিশ্চুপে
জানি রাত গভীরে চুরি হয় বেশি।
ছিনতাই,রাহাজান, হয়রানি বেশি মাঝরাতে
এত সহজে চুরি হওয়ার নও তুমি
প্রেমের পাহারাদার স্বয়ং কালপুরুষ।
সীমানার শালবন হয়ে যায় ইস্পাতের খাঁচা।