পাহাড়ে গেলে যা হয়...
পাকদন্ডীতে পৌঁছে গেলে মনেহয় ধরে ফেলেছি
                    উচ্চতা ও
                 তারাদের তন্তুজাল


কিছু মথ অনুষঙ্গ
চিরহরিৎ উৎফুল্ল রঙের  ঘন বাঁক
সিডার বনের ঈশ্বর
ছায়ায় আঁকেন
               সুখ ও
আরোগ্যের রূপালি নদী।


মঙ্গলকাব্যের ভিতর ভোরের রামপ্রসাদী...
কাঞ্চনজঙ্ঘার কোল থেকে আসা রোদ-আলো,


এই আলো দেখা ফুরোয় না


মাছের চোখ নিয়ে দিগন্ত
আর সবকটা পাকদণ্ডী
যেন সাপের মুখ  ধরে বেয়ে নেমে আসা
      অশ্বারোহীর জিন