রৌদ্রশিস উঠে যায় দেয়ালের গায়ে,
ছায়া হাতড়াও
নারীগাছ হয়ে উঠি দেহের ভেতর...
যদি বল প্রেম কোথায় এতে? এ তো পিপাসা!


যা ভাঙছে , তা-ই ঘর।
সাময়িক ঢেউগুলো আসলেই ঘর,
কেউ বুনে ফেলছে ফের অসংখ্য সাদাসুতোয়!
নদীর দুই পাড়ভাঙার  গল্প তো কোনো গুজবেও থাকে না,
তবু যারা রটনায় বিশ্বাসী
তারাই বলুক্‌
পাখির নীড়ের মত ভালোবাসা হয় কি না
ঝড়ের তছনছ রাতে?
_____________________