প্রথম সতী হওয়ার থেকে আগুন চিনল নারী


তার আগে আগুন ছিল
পাথরবন্দী আদিমতা…

এক নজরে তাকালে কাঠপুতুলি আর নজরে আসে না


যা আসে তা হল
মানুষের ছদ্মবেশে এক একটি কাঠুয়া প্রাণ!

যান্ত্রিক করাতের সুরে ছাদ পর্যন্ত নড়ে ওঠে, জন্মান্ধের বিবেক নড়ে না


বিরল প্রতিভারা স্বার্থপর আঁচলের স্নেহছায়ায় বাড়বে যতক্ষন
সংখ্যায় বাড়বে বৃদ্ধাশ্রম

হাঁড়ির জল শুকিয়ে গেলে ভাতও ফুটে যায়


সন্তানের খিদে মিটিয়ে শেষে মায়ের খিদে
সেও ঘুমন্ত নাকি ভান?