করতল থেকে করতালি...
উড়ে গেছে সারস -মেঘ--
চিমনীর ধোঁয়া  অনর্গল  আর কারখানার যাতায়াত ,
অলি গলি সব
বহু ব্যবহারে ক্লান্ত ...
সন্ধ্যার  রাজপথ ভাসিয়ে দিয়ে  জ্যোৎস্নায়
ঝুলকালি মাখা চাঁদ উঁকি দেয়...
বলে ''আমায় দ্যাখ্‌
পুরনো গির্জার পাশে
করবীতলায় ...
আমিও যে ছায়ার কাঙ্গাল'
গম্বুজ ছাপিয়ে... মন উদাসের উৎসব
রিংটোনে ভাসে মল্লারগানে
নাগরিক রাত!


আবার বৃষ্টি হবে দ্যাখো  
কাল নির্ঘাত ...।