১)প্রেম


কর্ণভূষার মত কাঁপছে গাছের তেঁতুল


শীতার্ত জল লেগে শরীর শিহরে
বৃষ্টিতে  প্রেম মধু বোনে .. বিরহ যেন পিপীলিকার সারি
মিঠে সাড়া পেয়ে ঘিরে ধরেছে ফের রোমাঞ্চে


আমাকে,তোমাকে ...


২) অসূয়া
নতুন পঞ্চাঙ্ক চলে মনের ভিতর
ঝাঁঝরা বুকের উপর অসূয়া এসে বসে,
কখনও ঘৃণায় বিদ্রোহ ...


শখের রেসিপি থেকে ছেঁটে ফেলেছি
রিরংসা ও প্রেমের স্মৃতি।
প্রতারণার গুপ্তি নিয়ে যে বা যারা কাছাকাছি  আসে,
তারাই জ্যান্ত বলে মনে হয়


বাকি সব মুখোশ,ঠিকঠাক অভিনয়