১  
পিচকারি
--------------
কোনোরকম স্পর্শ ছাড়াই ছোঁয়া যায়
নিষিদ্ধ অন্তর …


মন্দির ধোয়ার মত শ্রম,মলিনতা গ্রাস করে না মোটেও।

আবির
-----------
যে জীবনেও বসন্তের ছোঁয়া পায় নি,সেও উন্মুখ থাকে


মুঠিভর আবিরের স্পর্শ পেতে,  
উষ্মা জড়িয়ে
প্রতীক্ষা থাকল বছরভর...

দোলযাত্রা
----------
পত্রমোচী ক্ষত জুড়ে স্নিগ্ধতম প্রলেপ,উপশম হল একমাত্র রঙের টিকা…


জলভেজা শরীরে
সাজে নতুন জ্বর,জ্বর সাজে যমুনা অবয়ব।

সুখ
---------
গাছের ছায়া ও দড়ির খাটিয়া ঘুমে যে স্নিগ্ধতম কাদা হতে জানে।