কখনই জানতে চাইনি
সিন্ধুতে বিন্দু বিন্দু জল কতটা?
অপেক্ষার গুরুত্ব কতটা আগুন হতে পারে ...


কবেকার আলতামিরায়
দু-একটা শব্দ অথবা সিলুয়েট
মুছে দিলে আবার জুড়ে নেবে কোনোদিন
কিছু ক্ষতের লাল দাগ অথবা গোপন আর্তস্বর
পুষে রাখলে রক্তের মধ্যে ছৌনাচ জাগিয়ে তোলে কতটা?
একটা শব্দ ভালোবাসার  অথবা নেতি অনুরাগের
পয়ারের মত মুছে দিলেও
মুচড়িয়ে যায় বিস্তর
এলোপাক খেয়ে যায়  রুহের উচাটন
আরো কত কি যে হয়,বলা মুশকিল!