ধূসর গাঙ্গেয় ল্যান্ডস্কেপ
নেচার প্যালেটে রঙের শেষ নেই তবুও...

বল্লম আর কলমগুলোর ভোঁতা সেকাল চলছে
কী-বোর্ড এখন জাতীয় অস্ত্র।

কাঁথাচাপা ওম রয়েছে পুরনো তোরঙে।
জীর্ণ শীর্ণবহন।ধারেকাছে টানার কেউ নেই।

অন্ধ কোঠাবাড়ি।
এখানে নিয়তি লেখা হয় তুলোট বাস্তবে।

দেয়ালে দেয়াল তুলেছে
আড়িপাতাই সহজ এখন।

মিথ্যে বলতে শেখানো পাখিরাই শিক্ষিত এখন।তিলকে তাল করে না।বরং
বাড়িয়ে বলা মানুষগুলোই তালাচাবির রহস্য বোঝে না।

পড়শীর নেরোল্যাক পেইন্ট নয়, সাদা দেওয়ালের বাৎসল্যে মুগ্ধ এন্টিক ঘড়িটি...
যেন সময়কে পিছনে ফেলে হেঁটে যান অনন্ত মাষ্টারমশাই।


........................