১)
বৃষ্টিপাতের পর শব্দ নেই আর বৃষ্টি ছাড়া...  
শার্সি-ভাঙ্গা
জলের রেখায়
খলের পিরিতি


জলে ভাসে চবুতরা
আর পরবর্তী শ্রাবণ


২)
ফলের বোঁটায়
ঝুলে থাকে জন্মদাত্রী মৃত ফুলটি


একটানে ছিঁ ড়ে নেয় কেউ
অথবা ঝরে যায় অলক্ষ্যে


মানুষের জীবনের মত


কর্ম  পড়ে থাকে শুধু ফলের পরিচয়ে।