বেশি রাতে ছুঁয়ে ফেলা যায় আকাশটাকে
বেশি রাতে বড় বেশি ভালোবেসে ফেলি অন্ধকার বিছানাটাকে
বেশি রাতে মণিতে ঢুকে পরে জ্বলজ্বল জোনাকি
নিষ্প্রদীপ ঘরও মনেহয় দুধসাদা গ্যালাক্সি
বেশিরাতে  পাপপূণ্য মুছে যায়, নিশ্চুপ থাকাটা  ঘুমের বড়ি
কাঠখেকো পতঙ্গরা বেরিয়ে আসে
একে একে ঢাকনা খুলে ..
                            আর নধর  চাঁদ


বেশি রাত মূলত অল্পই রাত
অন্য কোনো শিরোনামে  রাখা যেত যদি তাকে ...