পাতার বৃষ্টি মেখে মরা আলোয় সরণী
দরজা খুললেই তিনটে নেড়ি শুধু
পথের বিদূষক ...
একপ্রকার শান্ত ভেজাভাব সবার অনুভবে-
শীত তো না, ঠান্ডা মুখের মুখোশ হয়ে গেছে সব মুখ
আঁটো জামাটিকে ভেদ করে
নতুন হিমের কৌতুক ।অতিথি সৎকারে দেহটি কিন্তু সেজে যায়
শীত আসার
আগে আগেই ....।