আর যখন আর্দ্রতাকামী আমার মন পাখনা মেলে সাঁকোর ওপরে
কিছুটা হলেও জীবন যন্ত্রণা ভুলে যাই
নদী ও তার সমান্তরাল শহরে আলোর আহাজারি,
ভাঙা কপালে তবু রয়েছে আচমকা বৃষ্টি ও বাজপড়ার ভয়
ঘরে ফেরার রাস্তা সবার একা
আহাম্মকের মত ফিরি দোমনা
ভরসার সঙ্গী বলেও কিছু নেই আজকাল
তলানিতে এঁটো বিরক্তি জমলে যা হয়
সাফ রাখা কঠিন মন
টাম্বলার সরু কাঁচের গ্লাসের মত
সুতোর মত মনখারাপ
অনিদ্রা বলে চালিয়ে দিই
চালিয়ে যেতে হয় দৈনন্দিন যাত্রাপালা
দ্বিতীয় চতুর্থ পৃষ্ঠার ভাঁজ খুললেও
খবরের কাগজ অক্ষত যেমন