এই যে বক আর কোকিলের সাদাকালো পৃথিবীতে
এত বৈষম্য, হাহাকার মেঘগুলো
সূর্যকে কেউ আড়াল করতে পারে না জানি
প্রতিবর্ত ক্রিয়াগুলো ইচ্ছুক সন্ধিতে এসে মেশে আর
                                  জাফরানরঙের ইচ্ছেগুলো
দশ ফুট বাই দশ ফুটে


সীমাবদ্ধতা নিয়ে ভাবি না আর…আপাত শান্তির
বাতাবরণ জানলায়



বিকেল পড়ন্ত হলেও নিজেদের আটকে ফেলে যুবতী জানলায়
টেরাকোটার ঘোড়ারা সূর্যস্নাত
নিঝুম ঘরোয়া রোদগুলো বড় আপনরঙের
মেঝেতে বসলে ...


বাক্য নিস্প্রয়োজন কিছু অনুভবে
প্রজাপতি নাগালের বাইরে চলে যাওয়া …আর কিছু তিক্ততাও


পুরনো ইতিহাস এখন
ভাগ করে চলেছে ইঁদারার জল দুই প্রতিবেশী


বালতি বালতি উথলে উঠছে ফেনার সাগর,আবেগিক কথাবার্তায় ...