ধীরে ধীরে নৌকাও কাঠ ... জলে  
ভেসে যাওয়া  উজানের ফুল
হাঁড়িতে ভাসিয়ে দেওয়া কন্যাসন্তান ,কত স্নেহের নুন
নদীজলে!


ভাঁটির কুয়াশায় মিলিয়ে যায় সব।
গৃহস্তের বেপাত্তা হাঁস ফেরে না,  হারানো মেষ
তন্নতন্ন করে খুঁজেও…
আয় তু তু’ ডাকের
বিকেল সময়টা
থমকে থাকে বিষাদে!
...



আলো ম্লান,গল্প ম্লান
গোধূলির ভিড়ে...... আলোছাটা সূর্যাস্ত


প্রতিদিন ঝড়ের শৈলীতে ভারি তান্ডব নিয়ে আসে,
যাবতীয় অজ্ঞাতবাস উড়িয়ে ফেলেই শান্তি


আমিও ঝুড়ি ভরতে থাকি আহত ফুলে,


ছোট-বড় বিস্তর শিল
আঘাতের মত
মধ্যমেয়াদি
.........