মরচে ধরা নোঙর,মৃত নাবিকের সনদ
দৈত্যাকার স্কুইডের শতবাহু অন্ধকারও আগলে রাখে সবসময়। যাযাবর অতীত
এগোয়
সমস্ত অসম্ভব পেরিয়ে এভাবেই-
জলের সম্পদও অরক্ষিত থেকে যায়
জলের তলায়


মানুষকে গিলে খায় বন্ধ দরজার অহম...



এমনও তো হয়েছে
পা ডোবানোর আগে হাতে ছুঁয়েছ নদীর জল

আঙুলে উঠে আসার আগে
মায়ের মুখ থেকে প্রথম শোনা বাংলা কথাগুলিই
সুধা অমৃত


বাদবাকি জীবন ছুঁয়ে থাকে গরল অক্ষর
তারপরও জীবনে থেকে যায় অনেক কিছু ...


ভাষার সম্পদ,বাঙালী পরিচয়