রাতের কিছু কিছু শব্দ ঘাতক, অবচেতনে ঝড় তোলে...
হৃৎপিন্ড সাদাপাতার মত হালকা হয়ে যায়
মশাল জ্বেলে বসে থাকে রাতের
শব্দসমষ্টি
প্রহরের পর প্রহর,
নিমপেঁচা ডানা ঝাপটালেও
অকল্যান চিন্তাই আসে।


সঙ্গনিরোধ রাতে
একরোখা পায়চারি তার...
দেখতে তো পাই না
শুধু মন জানে
রাত্রি কি জানে কী রঙে তার মিলনবাণ?


..................