আগুন-আগুন  দুপুরে ঝলসে যাওয়ার কষ্ট সবার
কুমারী কুঁজোর আধখানা জলে পিপাসা মেটে না কারো, আর্ত দুপুর যায়
ভিস্তিওয়ালা ও মশকের কল্পনায়।
ভিজে  কোনো কাক দেখি না
শ্রাবণ গেল,এবার ভাদ্রেও…
নীল ময়ূর প্রথম যৌবনেই তার পেখম ভুলেছে
তাই প্রথম বর্ষাতেই শুকিয়ে গেল মেঘ
কত প্রেম যে পরিণতি পেল না
ব্যাপক বিরহ ছেয়ে আছে বিষুবে


স্বপ্ন আসার আগেই কেন যে অনিদ্রা ভর করে
যার চোখ, সে-ই জানে একমাত্র।