স্বপ্নবুঁদ পাখি
ছন্দহীন উড়তে গেলে
লুফে নেয় মাটি

বড়দিনের ভোরে-
তুলোর মত শূন্যতা
মাথার বালিশে

পুরনো রেজাই
নাক-মুখ  ঢুকিয়ে দিলে
মায়ের গন্ধ পাই

নরম ইস্তেহার-
পাতাগুলি পোড়ালে
কাটে আঁধিয়ার

জ্বলন্ত অঙ্গার
ঝরন্ত শিশির যেন
খুনী সঙ্গসার

খই,কীর্তন আর ঢোল-
গ্যাঁজানো   খেঁজুর রসে
ডুবছে মফঃস্বল

হলুদ ছাউনিতে
কুকুর-মানুষ এক শয্যায়
বস্তার মাদু্রে