ঝুরোপাতার ধূলোযাত্রা …
অবারিত,এরা ভ্রমণে সঙ্গী করে না কাউকে।


একটা ধানফুল যে পেয়েছে বিকেল-আলোয়
তার আর বিরহ নেই


সাঁতারে প্রাণীগুলো
দুদিকেই ওড়ে, মুফতের ডানা  পেয়েছে যেন!


কতটা অন্ধকার?
মুছে ফেলতেই কানাগলির গোপনীয়তা ভেস্তে যায়


ভিড় ভেঙে গেলে
ভাঙা হাটে বাটপার ও  চামচিকের আধিপত্য ...


শস্যের বাতাসে বিশুদ্ধ তর্পণ
সেরে নিচ্ছে ভেষজ প্রান্তর।মানুষে্রা রইল পিছে পড়ে।