দক্ষিণের জানলায় নেমে আসছে
বিষন্ন গোধূলি
একদল শকু্নি পাখা নাড়াচ্ছে
অন্ধকার নামাবে বলে

মিহিন শীতবাতাস
উড়িয়ে এনে ফেলেছে কিছু ঝরাপাতা, ঝাউয়ের সারিতে
কিছু ঠিকানায় মসনদ
বসলে দাগ লাগে না
…………

ঘুমভাঙা আড়ষ্ট চোখে
কাঁচা স্বপ্নচাষের দ্বিধা নিয়ে দেখি মাঘের শীত চলে যাচ্ছে
অন্য সব স্যুভেনিরের মত


জানি ভুল,ভুল আরেকবার ঠিকানা চাওয়া
এই চাওয়া ভক্ষণ করবে রাক্ষসের মত
আমার আজ-কাল পরশু'র দিন