এই ফাঁকে কুড়িয়ে নিই বুকের সাদা পাথর, নদীর…
তীব্র স্রোতের মত কথা তোমার ফিরে  আসে
ইছামতীর কলস ছুঁয়ে
নোয়া-পলা গুছিয়ে কোলের শিশুর মত জড়িয়ে রেখে দিই
তাকে

উত্তম আর অধমের সমান্তরালে দিন কাটাই,
এক বিন্দু তোমার টানে…
মনে হয় কয়েক জন্ম বেঁচে থাকাই যথেষ্ট নয়, ঠোঁট রাঙা করা
দুপুরের মিষ্টি পান আর নরম ক্রিমের গন্ধে
ভাতঘুম কাটিয়ে বিকেল বলে তোমার এক অপেক্ষা আছে
আমার