স্নানে শুচি হবার পর
বেকসুর সন্ধ্যাগুলো শুধুমাত্র নিজস্ব অন্ধকারের নীচে
দোলনাচেয়ারে  ছড়িয়ে বসা
কিছুটা সুদূর নিয়ে, কিছুটা পরাভবও
দিনের সমস্ত হার হাড়মজ্জা থেকে বেরিয়ে
           আকাশগঙ্গায় প্রবাহিত হলে নতুন পদবী গায়ে
মাখি
এই সময়টা অবকাশনামার মত রয়ে যায়
এই সময়টা আমি ঝরাপাতার ভঙ্গিতে
তোমার দিকে ঝরে পড়ি
তুমি কুড়িয়ে নাও নয়তো ফেলে রাখো আমাকে একা একা
চাপ চাপ অন্ধকার
পাথরে লেগে
তর্জমা হতে থাকি বারংবার