কেউ তো আছে, কেউ তো আছেই-
দুরত্বেই থেমে আছে
জর্জরিত রাস্তা হয়ে সমস্ত পদচিহ্ন আমার গিলে ফেলে
এবং আমি
হয়তো এভাবেই উদয় ও অস্তের মাঝে
পঞ্চতপা আগুনে পুড়ছি
উৎফুল্ল হয়েও হতে পারছি না
ওষ্ঠের ভিতর দমবন্ধ সূঁচ
বুকের ভিতর জীবন্ত কীট

নিয়নও পোড়াচ্ছে
প্রতিপক্ষ যেন চ্যালাকাঠ
দু'টো করে গুঁজে দিয়ে যাচ্ছে মাঝে মাঝে...