আষাঢ়ে থেকেও দু'চোখ ধাঁধিয়ে দেওয়া বজ্র নেই
তপ্ত আহ্নিকের একটা গোটা অংশই চলে যায় ভেবে ভেবে-
অন্য অভিশাপের সাধ্য কি স্পর্শ করে আমাকে
শরীরের সমস্তটাই
পুড়ছে যেন ভাতসিদ্ধ  আগুনে …

বারোয়ারী  উঠানে কাজের বৌয়ের  জলছড়া দেখে দেখে  
বৃষ্টিবিভ্রম হয়  আমার মত  অনেকেরই…
জলঝাপটার মৃদু  আশ্লেষ
জানলা গলিয়ে এসে চেতনা  সম্পৃক্ত করে
বৃদ্ধ পেয়ারাগাছটিও হাওয়া দেয় সিক্ত
এই  আর্দ্রতায় টিকে আছি এখনও  অগ্নিদগ্ধ গোলকে!