ক্যালিপ্‌সোর বন্য তাল
হৃদযন্ত্রে বাঁধা,
উজানে ভেসে আসা জলপরী যেন ঝোড়ো হাওয়া-
মুহুর্তে গতি পরিবর্তন করে,  মনও
বর্তিত পৃথিবীটাকে যেন এক আঙুলে নাচিয়ে
বলবে,’ এই নাও, ব্রুনোর তরমুজ’!


ফুলের লেহাজ উড়ে গেছে হাওয়ায়,
অভিমান?
সচেতন মন নিয়েই ভাবি অবচেতনের কথা।


কারা প্রাচীর তোলে?
দাপুটে হাওয়ার সাথে একাই লড়ছে তাবৎ উইন্ডমিল,
              শক্তি সঞ্চয়ে।


নিজেকে ভাবো তার জায়গায়


...............
*লেহাজ(আরবি )-লজ্জা, শরম