মাঝি রে তোর ভাঙ্গা তরীতে
                        উঠছে কমল ঢেউ।
চারদিকে ধু-ধু,পড়লে বুঝি
                        ধরবে নাতো কেউ।


ঈশান কোনে,নীল গগনে
                    শুধুই মেঘের খেলা।
ঢেউয়ের মাঝে,অশ্রু সাজে
                    যাইবে মোর বেলা?


সন্ধ্যা বুঝি নামছে এবার
                    আঁধার করে রাত।
রিমঝিম আলো জ্বলে
                     জোনাকির ডাক।


পাখিদের কলরব
                          কিচির-মিচির সূর।
আপন বেগে চলছে নাও
                                 যাবে সমুধূর।


ছলাৎ-ছলাৎ ঢেউয়ের মাঝে
                      টাপুর-টুপুর বৃষ্টি পড়ে।
পালটা ধরি শক্ত করে
                 মৃদু বাতাস বইছে চুলে।


চারদিকে যাযাবর
                     নেই তো পথ-ঘাট।
একটু খানি অগ্রসরে
                      দেখি,ধু-ধু ভরা মাঠ।


পূর্ব-পশ্চিম সারি বাঁধা
                       যেন নৌকার মেলা।
শতাধিক মাঝি,গামছা মাথায়
                      বসে থাকে লেলা।